গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সিলেট মহানগরীর মিরাপাড়ার তরুণ ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল ওয়াহিদ নাজিরের শোকাহত পরিবারকে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে তিনি মরহুম আব্দুল ওয়াহিদ নাজিরের বাসভবনে যান। তার শিশুপুত্র ইব্রাহিম ও ছোটভাই তানজীর আহমদসহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ও সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।
এসময় আব্দুল ওয়াহিদ নাজিরের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতও করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বাস্থ্য সম্পাদক ডা আশরাফ আলী, পরিবারকল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক সিটি কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, মহানগর বিএনপি নেতা পারভেজ আহমদ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক স্বাধীন, পিয়ার উদ্দিন পিয়ার, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনক সম্পাদক সুজন আহমদ, ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ও ছাত্রদল নেতা পারভেজ আহমদ।
Leave a Reply