সিলেট মহানগরীর উপকণ্ঠে শাহপরান গেট এলাকায় রুহেল অ্যান্ড ব্রাদার্সের মালিক রুহেল আহমদের উপর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় শাহপরান গেট এলাকার ব্যবসায়ীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্যবসায়ী রুহেল আহমদের উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাহপরান গেট এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দাবি জানান।
শাহপরান গেট ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী জামরান আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো কবির উদ্দিন লিটন, ব্যবসায়ী সামছুল ইসলাম, এনাম হোসেন, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, মো সেবুল, মকবুল হোসেন প্রমুখ।
৩ মে রাত ১০টায় দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় অজ্ঞাত সন্ত্রাসীরা রুহেল আহমদের উপর হামলা চালায়।
Leave a Reply