গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং কোয়ারি থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাথর শ্রমিক সংগঠন শুক্রবার বিকেলে পীরের বাজার মাঠে এই সমাবেশের আয়োজন করে।
পশ্চিম জাফলং পাথর শ্রমিক সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ, সম্পাদক কুতুব উদ্দিন, পশ্চিম জাফলং পাথর ব্যবসায়ী সংগঠনের সভাপতি জাকির হুসেন, শ্রমিক নেতা ফয়ছল আহমদ ও মুজিবুর রহমান।
Leave a Reply