নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর পাঠানপাড়ার জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে এখনো দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়নি।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল সিলেট না পৌঁছায় মৃতদেহ উদ্ধার কাজ শুরু করা যায়নি।
আতিয়া মহলে সেনাবাহিনী কমান্ডো অভিযানে চার জঙ্গি নিহত হয়। এর মধ্যে দুই জনের মৃতদেহ মঙ্গলবার উদ্ধার করা হয়; কিন্তু অন্য দুই মৃতদেহে ‘সুইসাইডাল ভেস্ট’ লাগানো থাকায় উদ্ধার করা যাচ্ছেনা।
একই দিন সেনাবাহিনী মৃতদেহ সহ আতিয়া মহলের দায়িত্ব পুলিশের হাতে তুলে দেয়।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে মৃতদেহগুলোর সকল বোমা নিষ্ক্রিয় করার পর মৃতদেহগুলো উদ্ধার করে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে সেনাবাহিনী অভিযান ‘টোয়াইলাইট’ শেষে আতিয়া মহল থেকে যে দুইটি মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করে বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সেগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এই দুইটি মৃতদেহের মধ্যে একটি নারীর। তার পরিচয় নিশ্চিত করতে মর্জিনা বেগম নামের আতিয়া মহলের ভাড়াটের স্বজনরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বুধবার সিলেট আসেন; কিন্তু তারা মৃতদেহটি শনাক্ত করতে পারেননি। তবে ডিএনএ পরীক্ষার জন্যে তাদের নিকট থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করা হয়েছে।
Leave a Reply