সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসীদের সামাজিক সংগঠন বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএর বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
রবিবার নিউইয়র্কের এস্টোরিয়ার কুইন্স ব্রিজ পার্কে বাঙালিদের এ মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত আয়োজনের প্রথমেই ছিল আলোচনা সভা। সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তামিম ইকবাল টিপু ও অন্যতম সদস্য মোস্তফা অনিক রাজের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র জালালাবাদ সমিতির সভাপতি বদরুল খান। বিশেষ অতিথি ছিলেন, জালালাবাদ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল হক, যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শাহ নেওয়াজ, সংগঠনের অন্যতম উপদেষ্টা নূরুল হক, আনাম আহমেদ, শফিকুর রহমান ও নূরুল ইসলাম।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন, ইমদাদুল হক ইকবাল, মাশুক আহমদ অহিদ, জমির হোসেন, আলী আহমদ, দুলাল আহমদ, নূরুজ্জামান, সোহেল আহমদ, মিন্টু আহমদ, জাবেদ আহমদ, আফজাল মিয়া শামীম, কামরুল হাসান ফয়সল, আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৫ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, শিশু-কিশোর ও মহিলাদের নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা।
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিতরণের জন্য ১ম পুরস্কার স্পন্সর করে, মোগা হোমস রিয়েলিটি, ২য় পুরস্কার স্পন্সর করে বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ, ৩য় পুরস্কার স্পন্সর করেন শাহ নেওয়াজ, ৪র্থ পুরস্কার স্পন্সর করে এ্যালমহাস্ট মেডিক্যাল ক্লিনিক ইউএসএ, ৫ম পুরস্কার স্পন্সর করেন এ্যাটর্নি এট ল অশোক কর্মকার, ৬ষ্ঠ পুরস্কার স্পন্সর করেন জাহিদ হোসেইন, ৭ম পুরস্কার স্পন্সর করেন সোহেল খান ও ৮ম পুরস্কার স্পন্সর করেন হামিম রশীদ।
পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply