নিজস্ব প্রতিবেদক : এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিল ও সহ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ সালামকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
দক্ষিণ সুরমার বৈরাগীবাজার নাগরিক কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে শনিবার বিকেলে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরীর নাদেল। সভাপতিত্ব করেন, সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল। আরো বক্তব্য রাখেন, হাব সিলেট অঞ্চলের সম্পাদক জহিরুল কবির, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন, লিয়াকত আলী ও সাইফুর রহমান। পরিচালনায় ছিলেন, কবি আতিক রহমান।
Leave a Reply