সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ বলেছেন, বেসরকারি হাসপাতাল শুধু ব্যবসার জন্য নয়, এতে সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও রয়েছে।
বৃহস্পতিবার রাতে মহানগরীর দরগা গেটে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি নূরজাহান হাসপাতালের স্বত্বাধিকারী ডা নাসিম আহমদ।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের অভিযোগ-অনুযোগ খতিয়ে দেখতে সংগঠনে অভিযোগ কেন্দ্র খোলা হবে। প্রাপ্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠন করা হবে কমিটি। এতে সাংবাদিকদেরও সদস্য হিসেবে রাখা হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, সংগঠনের সাধারণ সম্পাদক আইডিয়াল হসপিটালের পরিচালক আজিজুর রহমান রুম্মান, সহ সভাপতি সিটি ক্লিনিকের পরিচালক ডা আবু ইউসুফ ভূঁইয়া, সহ সভাপতি ইউনাইটেড হাসপাতালের পরিচালক ডা সৈয়দ মাহমুদ, ইবনে সিনা হাসপাতালের পরিচালক আব্দুল কাদির ও কোষাধ্যক্ষ ক্রিসেন্ট মেডিকেল সার্ভিসেসের স্বত্বাধিকারী জাকির আহমদ চৌধুরী।
Leave a Reply