নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার উদ্যোগে ‘অবৈধভাবে পালন উত্তোলন : প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ’ শীর্ষক আলোচনা সভায় পাথরখেকোদের বিরুদ্ধে জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসী সহ সকল পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বুধবার সকালে মহানগরীর ধোপাদিঘির পাড়ে একটি অভিজাত হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে আলোচকরা রাজনৈতিক অঙ্গীকারের উপর জোর দেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ অধিদফতরের উপ পরিচালক, আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বেলার বিভাগীয় সমন্বয়কারী শাহ সাহেদা আক্তার। এছাড়াও সাংবদিক আল আজাদ, ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবির, শাহ দিদার আলম নবেল, আইনজীবী সৈয়দা শিরিন আক্তার, এনজিও প্রতিনিধি দেলোয়ার হোসেন ও গৌরাঙ্গ পাত্র সহ বিভিন্ন বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
Leave a Reply