বাংলাদেশ বেতারের পরিচালক ড মির শাহ আলম বলেছেন, ঘোষক-ঘোষিকারাই বেতারের প্রাণশক্তি। বেতার এমন একটি গণমাধ্যম যার প্রয়োজন সবসময় সবখানে থাকবে। মানুষের জীবন যাপনে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সবসময় রাখবে। তাই বেতারের গুণগত মান রক্ষায় ঘোষক-ঘোষিকাদের যত্নবান ও সতর্ক থাকতে হবে।
শুক্রবার বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে নতুন ঘোষক-ঘোষিকাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা।
সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক প্রকৌশলী অসিত ভূষণ দেব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপআঞ্চলিক পরিচালক মো ফখরুল আলম, আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল হক, উপ বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পবিত্র কুমার দাশ ও সুজন চক্রবর্ত্তী।
সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান ও ফারজানা জাহান শারমিন অনুষ্ঠান পরিচালনা করেন।
Leave a Reply