নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানম বলেছেন, প্রযুক্তির বিকাশের সাথে সাথে গণমাধ্যম বিকশিত হয়েছে; কিন্তু বেতারের প্রয়োজনীয়তা এখনো ফুরায়নি। বেতার বিনোদনের পাশাপাশি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্তাও দেয়।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করে তিনি এ কথা বলন।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক ইকরামুল কবির, মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ বেতারের গীতিকার শামসুল আলম সেলিম, বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী অসিত ভুষণ দেব, উপ আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল হক, উপ বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক মো জাকিরুল ইসলাম, পবিত্র কুমার দাশ, প্রদীপ চন্দ্র দাস প্রমুখ।
Leave a Reply