হবিগঞ্জ প্রতিনিধি : পেনশন সহ বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার হতে আদায়ের দাবিতে সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে দেশের ৩২৬টি পৌরসভায় একযোগে এ কর্মবিরতি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেয়া কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাদের দাবি একটাই। আর তা হলো, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সহ বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার হতে আদায় করা।
বর্তমান সরকার তাদের এ দাবির প্রতি সুনজর দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি চলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এরপর পৌরসভার স্বাভাবিক কার্যক্রম চালু হয়।
Leave a Reply