হবিগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ পৌরসভায় কর্মবিরতি চলছে।
হবিগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের আহবানে সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করে পৌর ভবনের সামনে অবস্থান নেন। ফলে বিভিন্ন সেবা নিতে আসা লোকজন সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, পৌরসভা সার্বক্ষণিক নাগরিক সুবিধা দিচ্ছে। অথচ পৌর কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য সুযোগ-সুবিধা এখনও নিশ্চিত করা হয়নি।
তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply