হবিগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালেঙ্গা পাহাড় থেকে পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন-পিবিআই গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে কালেঙ্গা ত্রিপুরাবস্তি থেকে গ্রেফতার করা হয়। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইখলাছপুর গ্রামের নিয়ামত উল্লাহর ছেলে।
পিবিআই ইন্সপেক্টর মুক্তাদির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে বুধবার রাতব্যাপী বাংলাদেশ-ভারত সীমান্তের চুনারুঘাটের কালেঙ্গা ত্রিপুরাবস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বস্তির চারদিকে অবস্থান নেয় পিবিআই সদস্যরা। সকালে শামসুদ্দিন সুমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার করা হয়। তাকে নোয়াখালী পিবিআইর কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply