নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার, ২৫ আগস্ট থেকে শিশু শিক্ষর্থীদেরকে করোনা টিকা দানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে।
এ সময় ৫ বছর থেকে ১২ বছরের নিবন্ধনকৃত শিশু শিক্ষর্থীদেরকে এই টিকা দেওয়া হবে।
সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলামের বরাত দিয়ে এতে আরও জানানো হয়, শিশু শিক্ষার্থীদের মধ্যে যাদের জন্মসনদের ইংরেজি অনলাইন কপি আছে তাদেরকে সুরক্ষা এ্যাপে (https://surokkha.gov.bd/) টিকার নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে শিশুদের ১৭ সংখ্যার (১৭ ডিজিটের) জন্মনিবন্ধন নম্বর থাকতে হবে। যাদের নেই তাদেরকে নতুন করে জন্মনিবন্ধন করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধনকৃত শিশু শিক্ষার্থীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন টিকা প্রদান করবে।
নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অবশ্যই টিকার নিবন্ধন কার্ড সঙ্গে আনতে হবে।
Leave a Reply