সিলেটে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মহানগরীর মির্জাজাঙ্গালে হোটেল নির্বানা ইন মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির আহবায়ক সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিলেট আরআরএফ কমান্ড্যান্ট এসপি মো মাহমুদুর রহমান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড নারায়ন চন্দ্র সাহা, ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর অধ্যাপক ডা মোহাম্মদ হেজবুল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ভূঁইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড কামরুজ্জামান, পার্ক ভিউ মেডিক্যাল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা কামাল উদ্দিন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড আব্দুল মুকিত। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রচার বিভাগের এস এম হোসেন আহমদ স্বপন মাহমুদ। মো শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চলনায় সংগঠনের খসড়া গঠনতন্ত্র পাঠ করেন, আহবায়ক সিকৃবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, মিরাবাজার আগপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব জাকারিয়া জাবের।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply