বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় মৌলভীবাজারের মুসল্লিরা খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার, ৮ জুন সকাল ৯টায় মৌলভীবাজার শহরের শান্তিবাগ জামে মসজিদ মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে অংশ নেন শতাধিক মুসল্লি। ইমামতি করেন মাওলানা মোজ্জামেল হক মাহেরী।
নামাজ শেষে গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মো হাবিবুর রহমান যুক্তিবাদী।
মুসল্লিরা চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
Leave a Reply