বিশেষ প্রতিবেদক : ১৯৭১ সাল। একদিকে বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল ভাঙার সশস্ত্র লড়াই। মহান মুক্তিযুদ্ধ। অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর জঘন্যতম নৃশংসতা। গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটসহ যতসব মানবতাবিরোধী অপকর্ম। স্বাধীনতাকামী-মুক্তিকামী প্রতিটি মানুষের পিছনে যমদূতের তাড়া। তাই বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে কোটি মানুষ আশ্রয় নেয় প্রতিবেশী রাষ্ট্রে। তবে বিশ্বাসে অটল সবাই, একদিন স্বাধীন স্বদেশে ফিরবেই। ফিরলো; কিন্তু জন্মভূমি তখন ত্রিশ লাখ স্বজনের রক্তে সিক্ত। এখানে ওখানে গণকবর। জলে-স্থলে লাশ আর লাশ। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা ও কর্ণফুলির বুকে রক্তের স্রোতধারা। আর্তনাদ-আহাজারিতে বাতাস ভারী। সিলেটের ওসমানীনগর উপজেলার শিক্ষা-সংস্কৃতিতে অগ্রসর জনপদ বুরুঙ্গাও শোকের চাদরে ঢাকা। আটাত্তরটি প্রাণ ঝরে গেছে পলকে। একই গর্তে সমাহিত। মা ও মাটির মায়া কাটাতে না পেরে থেকে যাওয়া পরিবারগুলো হয়ে পড়ে পুরুষহীন। এখনও বেঁচে থাকা নারী-পুরুষরা সেই দুঃসহ স্মৃতি বহন করে যাচ্ছেন।
একাত্তরের ২৬ মে বুরুঙ্গা গণহত্যা সংঘটিত হয়। এই হত্যাযজ্ঞে শহীদদের স্মৃতি রক্ষায় সেদিন গুলিবিদ্ধ হয়েও বেঁচে যাওয়া অল্প কয়েকজনের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীনিবাস চক্রবর্তীর নেতৃত্বে গড়ে উঠেছে বুরুঙ্গা শহীদ স্মৃতি পরিষদ। এই সংগঠনের উদ্যোগে প্রতিবছর দিনটি পালন করা হয়।
অনিবার্য কারণে এবারের আয়োজন ছিল ৩০ মে। বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, বিশিষ্ট রাজনীতিবিদ মোশাহিদ আহমদ ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি, লেখক শেখ নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন বুরুঙ্গা শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শ্রীনিবাস চক্রবতী। স্বাগত বক্তব্য রাখেন বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ দে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য সৈয়দ আব্দুর রশীদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল মুকিত ও পশ্চিম তিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। উপস্থাপনায় ছিলেন সেলিম আহমদ। আবৃত্তি করেন দশম শ্রেণির ছাত্রী ফাতেমা বেগম। এছাড়া উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়।
এর আগে বুরুঙ্গা স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
Leave a Reply