NEWSHEAD
- CORONA UPDATE BANGLADESH ON 20.04.21 : TEST 27056 IDENTIFIED 4559 PERCENT RATE 16.85 DEATH 91 RECOVERY 6811
- CORONA UPDATE BANGLADESH ON 19.04.21 : TEST 24152 IDENTIFIED 4271 PERCENT RATE 17.68 DEATH 112
- CORONA UPDATE BANGLADESH ON 18.04.21 : TEST 19404 IDENTIFIED 3698 PERCENT RATE 19.06 DEATH 102
- CORONA UPDATE BANGLADESH ON 17.04.21 : TEST 16185 IDENTIFIED 3473 PERCENT RATE 21.46 DEATH 101 RECOVERY 5907
- CORONA UPDATE 05.04.21 : SAMPLE TEST 30239 IDENTIFIED 7075 TOTAL 644439 DEATHS 52 TOTAL 9318 RECOVERED 2932 TOTAL 555414
শুক্রবার ০৯ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ৩৩ হাজার ৬৫৪। শনাক্ত ৭ হাজার ৪৬২ জন। শনাক্তের হার ২৩.৫৭। মোট শনাক্ত ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন। মারা গেছেন ৬৩ জন। মোট মৃত্যু ৯ হাজার ৫৮৪। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। মোট সুস্থ ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। সিলেট বিভাগে করোনা পরিস্থিতি : শনাক্ত ১৪৪ জন। সিলেটে ১০৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪, সুনামগঞ্জে ২ ও হবিগঞ্জে ৯। মোট শনাক্ত ১৮ হাজার ৩৩৫। সিলেট জেলায় ১১ হাজার ৪৮৯ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৬২১ জন, মৌলভীবাজার জেলায় ২ হাজার ১১০ জন ও হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১৫ জন। মারা গেছেন ১ জন। মোট মৃত্যু ২৯৮। সিলেটে ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ২৪ জন ও হবিগঞ্জে ১৮ জন। সুস্থ হয়েছে ৮৬ জন। মোট সুস্থ ১৬ হাজার ৬৫০। সিলেটে ১০ হাজার ৪৬১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, মৌলভীবাজারে ১ হাজার ৯৩০ জন ও হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন। এছাড়া সিলেটে ১৪৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Published: 07. Apr. 2021 | Wednesday
সর্বাধিক পঠিত খবর
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- মেহেদী হাসান জনির পরিচালনায় নতুন নাটকে জুটিবদ্ধ হলেন অপূর্ব ও মিথিলা
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
এই বিভাগের আরো খবর
- মঙ্গলবার ২০ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা ২৭ হাজার ৫৬ জনের। শনাক্ত ৪ হাজার ৫৫৯। শতকরা হার ১৬ দশমিক ৮৫। মোট শনাক্ত ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন। মৃত্যু ৯১। মোট মারা গেছেন ১০ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। মোট সুস্থ সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ১১১।
- সোমবার ১৯ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা ২৪ হাজার ১৫২ জনের। শনাক্ত ৪ হাজার ২৭১। শতকরা হার ১৭ দশমিক ৬৮। মোট শনাক্ত ৭ লাখ ২৩ হাজার ২২১ জন। মৃত্যু ১১২। মোট মারা গেছেন ১০ হাজার ৪৯৭ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। মোট সুস্থ সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৩০০।
- শনিবার ১৭ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা ১৬ হাজার ১৮৫ জনের। শনাক্ত ৩ হাজার ৪৭৩। শতকরা হার ২১ দশমিক ৪৬। মোট শনাক্ত ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। মৃত্যু ১০১। মোট মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। মোট সুস্থ সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৮১৫।
- শুক্রবার ০৯ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ৩৩ হাজার ৬৫৪। শনাক্ত ৭ হাজার ৪৬২ জন। শনাক্তের হার ২৩.৫৭। মোট শনাক্ত ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন। মারা গেছেন ৬৩ জন। মোট মৃত্যু ৯ হাজার ৫৮৪। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। মোট সুস্থ ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। সিলেট বিভাগে করোনা পরিস্থিতি : শনাক্ত ১৪৪ জন। সিলেটে ১০৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪, সুনামগঞ্জে ২ ও হবিগঞ্জে ৯। মোট শনাক্ত ১৮ হাজার ৩৩৫। সিলেট জেলায় ১১ হাজার ৪৮৯ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৬২১ জন, মৌলভীবাজার জেলায় ২ হাজার ১১০ জন ও হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১৫ জন। মারা গেছেন ১ জন। মোট মৃত্যু ২৯৮। সিলেটে ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ২৪ জন ও হবিগঞ্জে ১৮ জন। সুস্থ হয়েছে ৮৬ জন। মোট সুস্থ ১৬ হাজার ৬৫০। সিলেটে ১০ হাজার ৪৬১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, মৌলভীবাজারে ১ হাজার ৯৩০ জন ও হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন। এছাড়া সিলেটে ১৪৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
- মঙ্গলবার ০৬ এপ্রিল ২০২১ : নমুনা পরীক্ষা ৩৪ হাজার ৩১১ জনের। শনাক্ত ৭ হাজার ২১৩ জন ৷ শতকরা হার ২১ দশমিক ০২ শতাংশ। মোট আক্রান্ত ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। মারা গেছেন ৬৬ জন। মোট মৃত্যু ৯ হাজার ৩৮৪। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৯৯ জন ৷ মোট সুস্থ ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩।