নিজস্ব প্রতিবেদক : শুক্রবার, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড়ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী। সারা দেশে দিনটি নানা আয়োজনে উদযাপিত হবে।
শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার হাত ধরে বাংলাদেশের ফুটবল জগতে নতুন করে প্রাণ সঞ্চার হয়। প্রতিষ্ঠিত হয় আবাহনী ক্রীড়া চক্র, যা ক্রীড়াঙ্গনে নতুন ধারার সূচনা করে। এছাড়া তিনি নাটক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে নিবেদিতপ্রাণ ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার সময় সর্বপ্রথম তাকে হত্যা করে।
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচিতে রয়েছে, সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই বীর মুক্তিযোদ্ধার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, বাদ জুমা কোরান খতম ও দোয়া মাহফিল। এছাড়া বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ছবি : বাসস
Leave a Reply