যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর ময়নার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক শোকবার্তায় বলেন, নিজাম উদ্দিন লস্কর ময়না মহান মুক্তিযুদ্ধে একজন সম্মুখযোদ্ধা ছিলেন। দেশমাতৃকার স্বাধীনতার জন্যে অস্ত্রহাতে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। জাতির এই সূর্য সন্তান দীর্ঘকাল ধরে সুস্থধারার শিল্পসাহিত্য এবং সংস্কৃতি বিকাশেও ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যু সিলেটের প্রগতিশীল সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি।
জেলা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লস্কর ময়নার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply