নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী মো তোতা মিয়া প্রতিহিংসা, ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তোতা মিয়ার ভাগ্নে সিলেট মহানগরীর মধুশহীদ এলাকার নূর আহমদ কামাল এ অভিযোগ করেন।
তিনি জানান, তোতা মিয়ার গোষ্ঠী ভাই-ভাতিজারাই তাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলে অপপ্রচার চালাচ্ছেন। নেপথ্যে রয়েছেন বাওনপুর গ্রামের মিন্টু মিয়া ও তার ভাই এমরান মিয়া, সাদেক মিয়া, রাজু আহমদ, আজাদ মিয়া ও তার ভাই সুহেল মিয়া, ফয়েজ আহমদ ও তার ভাই গৌছ মিয়া, আব্দুল্লাহ, জুয়েল মিয়া ও তার ভাই সাইফুর রহমান, সিরাজ মিয়া, চান্দ আলী ও তার ভাই মশ্রব আলী, ফয়জুর রহমান, ফেরদৌস মিয়া, মাশুক মিয়া, আকবর, দুদু মিয়া, আব্দুল লতিফ, মইনুদ্দিন, আশিক মিয়া, আবদুল বশর, ফারুক মিয়া, আবদুল বাছিত ও তাদের সহযোগীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে নূর আহমদ কামাল বলেন, অপপ্রচারকারী সবাই স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া প্রবাসে পাড়ি জমানোর পর তার সঙ্গে এই লোকেরা সখ্যতা গড়ে তুলে বিভিন্ন সময় সহযোগিতা গ্রহণ করে। এছাড়াও প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নেয়; কিন্তু সেই টাকা ফেরৎ না দিয়ে উল্টো তোতা মিয়ার সঙ্গে শত্রুতা শুরু করে। প্রতিহিংসা পরায়ণ হয়ে পাকাতে থাকে ষড়যন্ত্র। এছাড়া তারা তোতা মিয়ার ১৫ কেদার জমি জবরদখলের পায়তারাও শুরু করে। তবে তোতা মিয়া আইনের আশ্রয় নেওয়ায় তাদের সেই অপপেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে তারা তোতা মিয়াকে ‘ভূয়া মুক্তিযোদ্ধা’ বলে অপপ্রচার চালাতে থাকে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে তোতা মিয়ার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে একটি ষড়যন্ত্রমূলক মানববন্ধনের আয়োজন করা হয়। তাতে ‘বীর মুক্তিযোদ্ধাদের’ উপস্থিতির কথা উল্লেখ করা হলেও সেখানে উপস্থিতিদের মধ্যে কেউই সম্মুখসারীর মুক্তিযোদ্ধা ছিলেন না।
মানববন্ধনে বলা হয়, ‘তোতা মিয়া তার পিতার নাম পরিবর্তন করে ভূয়া মুক্তিযোদ্ধা সেজেছেন।’ এখানে অপপ্রচারকারীরা তোতা মিয়ার বাবার নামের একাংশ ‘মো ইন্তাজ উল্লা’ উল্লেখ করে বাকি অংশ ‘ইউনুছ আলী’ বাদ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে তোতা মিয়ার বাবার পুরো নাম মো ইন্তাজ উল্লা (ইউনুছ আলী)। বিষয়টি তোতা মিয়ার মুক্তিযোদ্ধা সনদে উল্লেখ আছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া তার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শহিদমিনার ও নিজের জায়গাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পাঠাগার নির্মাণ করতে চান। এ ব্যাপারে ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে আবেদন করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদনসহ অর্থও বরাদ্দ দিয়েছে; কিন্তু এলাকারর স্বাধীনতাবিরোধী এই চক্র তাকে এ কাজে বাঁধা দিচ্ছে।
তোতা মিয়ার বাড়ির সামনের অনুমোদিত দেড় কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা পাকাকরণে এই চক্র বাধা দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
নূর আহমদ কামাল স্বাধীনতাবিরোধী এই চক্রের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply