হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে এক মাদরাসার ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের অভিযোগে পুলিশ কনস্টেবল নবীর হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ অভিযোগে দায়েরকৃত মামলায় নবীর হোসেন বুধবার বিকেলে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাফরোজা পারভীনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
মামলার বিবরণে জানা যায়, নবীর হোসেন ঐ মাদরাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলে; কিন্তু পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।
সরকার পক্ষের আইনজীবী আবুল হাশেম মোল্লা মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply