নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের একটি কেন্দ্রের ফল স্থগিত করায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। তবে ৯টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আবু নাসের পিন্টু আওয়ামী লীগ প্রার্থী আব্দুস শুকুরের চেয়ে কিছুটা এগিয়ে আছেন।
প্রতিষ্ঠার প্রায় ১৬ বছর পর মঙ্গলবার বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে একটানা। এ সময় ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াইটার দিকে কাউন্সিলর প্রার্থী মসনন উদ্দিনের সমর্থকদের সাথে অপর কাউন্সিলর প্রার্থী ইসলাম উদ্দিনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ব্যালট ছিনতাই হয় বলে প্রিজাইডং অফিসার মাসুম মিয়া সাংবাদিকদের জানান। প্রায় আধঘণ্টা পর এই কেন্দ্রে আবার ভোটগ্রহণ শুরু হয়; কিন্তু ভোট গণনা শেষে এই কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করা হয়।
এই কেন্দ্রে পরে নতুন করে ভোটগ্রহণ করা হবে বলে রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানিয়েছেন।
অন্য ৯টি কেন্দ্রে প্রাপ্ত ভোটে বিএনপি প্রার্থী ১৫৪ ভোটে আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন।
Leave a Reply