নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শিশু সায়েল আহমদের হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, উপজেলার উত্তর আকাখাজনা গ্রামের খসরু মিয়ার শিশুপুত্র সায়েল আহমদ ৭ মে সকাল ৭টার দিকে চাচার উঠোনে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করা হলে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশে ওসি অবনী শংকর কর শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের তত্ত্বাবধানে পুলিশি তৎপরতা চলতে থাকে। একপর্যায়ে পুলিশ নিশ্চিত হয়, সায়েল আহমদ তার চাচী সুরমা বেগম ও চারখাই গ্রামের নাহিদুল ইসলাম ইব্রাহীমের অসামাজিক কার্যকলাপ দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। সুরমা বেগমের তথ্যের ভিত্তিতে তার গোসলখানায় কম্বল মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পুলিশ সুরমা বেগমকে ও নাহিদুল ইসলাম ইব্রাহীমকে গ্রেফতার করে। সুরমা বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
Leave a Reply