নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে মোবাইল ফোন ব্যবসায়ী খালেদ আহমদ লিটু হত্যা মামলায় আর কোন আসামি গ্রেফতার হয়নি।
অন্যদিকে এখন পর্যন্ত গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন মিষ্টু, কামরান হোসেন, ফাহাদ আহমদ ও এমদাদুর রহমানের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের পক্ষ থেকে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানিয়েছেন, ৪ আসামিকে এ সপ্তাহেই রিমান্ডে নেয়া হবে।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ জানিয়েছেন, রোববার থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ঢুকানো হচ্ছে শিক্ষার্থীদেরকে। ক্যাম্পাসে পুলিশ প্রহরাও রয়েছে।
ঘটনার ব্যাপারে বিয়ানীবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষের গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি তদন্তের সময় বাড়ানোর আবেদন জানিয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply