ক্রীড়াঙ্গন প্রতিবেদক : যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজ বাবুল ও ইতালি প্রবাসী কামাল উদ্দিনের উদ্যোগে সিলেটের বিয়ানীবাজারে ভাই ভাই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন ও বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং হেলাল উদ্দিন ও আলীম উদ্দিন বাবলুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল।
Leave a Reply