বিয়ানীবাজার উপজেলার জলঢুপ (বড়বাড়ি) গ্রামের বাসিন্দা জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো সমছুল ইসলামের (৮২) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন। ঐ দিন বাদ জোহর জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদের গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ আলী আহমদ, সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ রফিক উদ্দিন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, কেন্দ্রীয় মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো মতিউর রহমান, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কবির হোসেন, লেখক ও গবেষক মোহাম্মদ ফয়জুর রহমান, লাউতা উচ্চ বিদ্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মাওলানা সুয়াইবুর রহমান, জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নুল ইসলাম, কবি ওয়ালি মাহমুদ, পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি কামিল আহমদ, সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, ছড়াকার লুৎফুর রহমান, আবুল হাসান, আকছার হোসেন, জসিম উদ্দিন, ২০১৬ সনে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী জাবেদ আহমদ ও লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছফর উদ্দিন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়াও দেশ-বিদেশের বিভিন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
Leave a Reply