বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে রবিবার দিনগত রাত ১০টার দিকে মসজিদে বাল্ব লাগানো নিয়ে দ্ইু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত মুহিতুর রহমান মিন্টুকে (২৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মুহিতুর রহমান মিন্টু ঐ গ্রামের ছোয়াব আলীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাতন গ্রামের ঐ দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল।
Leave a Reply