নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে যমুনা ব্যাংকের ব্যবস্থাপক সজল কান্তি দাসের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের দক্ষিণ বাজারের একটি ভবনের তিনতলার একটি কক্ষ থেকে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলানো অবস্থায় সজল কান্তি দাসের মরদেহটি পাওয়া যায়। খবর পেয়ে পুুলিশ মরদেহ উদ্ধার করে। তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তিনি একাই এ বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, সজল কান্তি দাস একটি নোট রেখে গেছেন; কিন্তু সেটা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।
Leave a Reply