নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকা থেকে চোরাই মালামালসহ এক মোবাইল চোরকে বিয়ানীবাজার থানা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে আটক করেছে। রবিবার দিনগত রাতে পৌর এলাকায় অবস্থিত রয়েল টেলিকম নামক দোকানের নতুন মোবাইল ফোন ও মোবাইল সামগ্রী চুরি হয়। এ ঘটনায় বিয়নীবাজার থানায় একটি চুরি মামলা দায়ের করা হলে তাৎক্ষণিক সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার ও চোরকে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দেন।
এরই পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে একটি টিম চুরির সঙ্গে জড়িত সন্দেহে ঘুঙ্গাদিয়া গ্রামের লোকমান আহমদের ছেলে মাসুম আহমদকে (২০) সন্ধ্যার দিকে পৌরসভার খাসা দিঘিরপাড় এলাকা হতে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে সোমবার ঘুঙ্গাদিয়া এলাকায় তার বসতঘর থেকে নগদ টাকাসহ চোরাইকৃত প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো লুৎফর রহমান জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের ৬১টি মোবাইল ফোন সেট, ৪টি হ্যাডফোন, ১টি পাওয়ার ব্যাংক, ৫টি মোবাইল ফোন চার্জার, ১০২টি মেমোরি কার্ড, ১টি এইচপি মনিটর, ১টি ট্যাব ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply