নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে খালেদ আহমদ লিটু হত্যা মামলায় গ্রেফতার ৪ জনকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিচারিক হাকিম ফারজানা শাকিলা চৌধুরী সুমুর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
এই ৪ জনের মধ্যে দেলোয়ার হোসেন মিষ্টুকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। এছাড়া সোমবার ঘটনাস্থল থেকে আটক কামরান, ফাহাদ ও এমদাদুরকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার অপর ৩ আসামি শাহদ, শিপু ও কাউসার পলাতক রয়েছে।
আসামিদের সবাই পাভেল মাহমুদ পক্ষের বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply