NATIONAL
Chief Adviser's Press Secretary Shafiqul Alam said that Bangladesh is interested in developing relations with India
সংবাদ সংক্ষেপ
বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটক মাধবপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা জ্ঞাপন জুড়ীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন কোতয়ালি পুলিশ বন্দরবাজার থেকে ১২০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে সুদৃঢ় ঐক্যে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জকিগঞ্জে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সালেহ আহমদ নক আউট টুর্নামেন্টে লাখাই জিরুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার পলাতক আসামি অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও জেলা পুলিশের যৌথ অভিযানে ডাকাত সর্দার অস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ৯৭ লাখ টাকার চোরাচালানী মালামাল সহ আটক ২ ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের রোটারি ক্লাব অব হবিগঞ্জের ৩৩ তম অভিষেক || প্রধান অতিথি ছিলেন প্রাক্তন গভর্নর মাধবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদযাপন সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা || ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর

বিয়ানীবাজারে ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস বৃহস্পতিবার

  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২

আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার : বৃহস্পতিবার, ১৮ আগস্ট সিলেটের বিয়ানীবাজার উপজেলার সংঘটিত ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস। ১৯৪৯ সালের এই দিনে মানব সভ্যতার ইতিহাসে যুক্ত হয়েছিল একটি নির্মম অধ্যায়। ব্রিটিশ আমলের ঘৃণ্য নানকার প্রথার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে উপজেলার সানেশ্বর ও উলুউরী গ্রামের মধ্যবর্ত্তী সুনাই নদীর তীরে ইপিআরের গুলিতে নিহত হন, কৃষক ব্রজনাথ দাস (৫০), কটুমনি দাস (৪৭), প্রসন্ন কুমার দাস (৫০), পবিত্র কুমার দাস (৪৫) ও অমূল্য কুমার দাস (১৭)। এর ১৫ দিন আগে সুনাই নদীর খেয়াঘাটে জমিদারের লাঠিয়ালদের হাতে রজনী দাস নামের আরও এক কৃষক প্রাণ হারান।
এই আত্মদানে রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে নানকার আন্দোলনের। তবে এর ফলশ্রুতিতে ১৯৫০ সালে তৎকালীন সরকার জমিদারী প্রথা বাতিল ও নানকার প্রথা রদ করে কুষকদের জমির মালিকানার স্বীকৃতি দিতে বাধ্য হয়।
বাঙালি জাতির সংগ্রামের ইতিহাসে বিশেষ করে অধিকারহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সকল গৌরবমণ্ডিত আন্দোলন বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে নানকার বিদ্রোহ অন্যতম। নানকার বিদ্রোহ ছিল পাকিস্থান আমলে বাঙালিদের অধিকার আদায়ের প্রথম সফল সংগ্রাম।
উর্দু বা ফার্সি শব্দ ‘নান’ এর বাংলা প্রতিশব্দ রুটি। তাই রুটির বিনিময়ে যারা কাজ করতেন তাদেরকে বলা হতো ‘নানকার’। আর রুটির বিনিময়ে কাজের যে প্রথা তাকেই ‘নানকার প্রথা’ বলা হয়।
ব্রিটিশ আমলে সামন্তবাদী ব্যবস্থার সবচেয়ে নিকৃষ্টতম শোষণ পদ্ধতি ছিল এই নানকার প্রথা। নানকার প্রজারা জমিদারের দেওয়া বাড়ি ও সামান্য কৃষিজমি ভোগ করতন; কিন্তু এই জমি বা বাড়ির উপর তাদের মালিকানা ছিলনা। তারা বিনা মজুরিতে জমিদার বাড়িতে বেগার খাটতেন। তাদের এই বেগার খাটাকে তখন ‘হদ-বেগারি’ বলা হতো। চুন থেকে পান খসলেই তাদের উপর চলতো অমানুষিক নির্যাতন। নানকার প্রজার জীবন ও শ্রমের উপর ছিল জমিদারের সীমাহীন অধিকার।
নানকার আন্দোলনের সংগঠক কমরেড অজয় ভট্টাচার্যের দেওয়া তথ্য মতে, সে সময় বৃহত্তর সিলেটের ৩০ লাখ জনসংখ্যার ১০ ভাগ ছিল নানকার এবং নানকার প্রথা মূলত: বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ বৃহত্তর সিলেটে চালু ছিল। ১৯২২ সাল থেকে ১৯৪৯ সাথে পর্যন্ত কমিউটিস্ট পার্টি ও কৃষক সমিতির সহযোগিতায় বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বড়লেখা কৃলাউড়া, বালাগঞ্জ ও ধর্মপাশা থানায় নানকার আন্দোলন গড়ে উঠে।
ঐতিহাসিক নানকার বিদ্রোহের সূতিকাগার ছিল বিয়ানীবাজার থানা। সামন্তবাদী শোষণ ব্যবস্থার বিরুদ্ধে বিয়ানীবাজার অঞ্চলের নানকার ও কৃষকরা সর্বপ্রথম বীরত্বপূর্ণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তাই অধিকার আদায়ের চেতনাদীপ্ত প্রতিক হিসেবে প্রতি বছর ১৮ আগস্ট বিয়ানীবাজারে নানকার দিবস পালন হয়।
৭৩ তম নানকার কৃষক বিদ্রোহ দিবস উপলক্ষে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড উলুউরি উন্নয়নমুখী যুব সংঘ ও সানেশ্বর নানকার স্মৃতি সংসদের উদ্যোগে নানকার স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest