নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে এক হাজার ইয়াবা টেবলেট সহ দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর করের নেতৃত্বে বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, জকিগঞ্জ উপজেলার দক্ষিণভাগ গ্রামের ইলাছ আলী ছেলে আমির হোসেন ও বিয়ানীবাজার উপজেলার উত্তর শ্রীধরা গ্রামের ফয়সল আহমদের স্ত্রী সালমা বেগম।
বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেওলা এলাকায় বিয়ানীবাজার থেকে সিলেটমুখী একটি সিএনজি অটোরিক্সা থামিয়ে যাত্রী আমির হোসেন ও সালমা বেগমের দেহ তল্লাশি করে ইয়াবা টেবলেটগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার মামলা দায়ের হয়েছে।
Leave a Reply