সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক ইসলাম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ১০ লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন খসরু, সাংস্কৃতিক কমান্ডের সভাপতি সাংবাদিক আব্দুল ওয়াদুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেন ও জেলা ছাত্রলীগের সদস্য কে এইচ সুমন। আরো বক্তব্য রাখেন, সমাজসেবী ইসলাম উদ্দিন, শিক্ষক অরুণ চন্দ্র দাশ এবং সাংবাদিক ও সংগঠক ছাদেক আহমদ আজাদ।
পরে অতিথিবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত উলুউরি, সানেশ্বর, ইনাম ও বিবিরাই রাস্তা সংস্কারে অর্থের চেক হস্তান্তর এবং টিউবওয়েল, ঢেউটিন, সেলাই মেশিন, ফ্যান ও চাল বিতরণ করেন।
Leave a Reply