হবিগঞ্জ প্রতিনিধি : বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করা ও সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিড়ি শ্রমিক ফেডারেশন ও ভোক্তা সমিতি সোমবার বিকেলে শহরের টাউন হল রোডে সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরের বাসার সামনে এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন, বিড়ি শ্রমিক ফেডারেশন নেতা অনন্ত দাশ ও ভোক্তা সমিতির সভাপতি আছকির মিয়া।
বক্তারা বলেন, ভারতে বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দেয়া হয়েছে; কিন্তু বাংলাদেশে অর্থমন্ত্রী বিড়ি শিল্পকে আগামী ২ বছরের মধ্যে ও সিগারেট শিল্পকে ২০ বছরের মধ্যে বন্ধের ঘোষণা দিয়েছেন।
পরে সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply