নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার ও তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চেম্বার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ। প্রধান অতিথি ছিলেন, বিসিক পরিচালক মো ইফতেখারুল ইসলাম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক ড জহির বিন আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিসিক মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শফিকুল আলম, উপ মহাব্যবস্থাপক মুহসীন কবির খান, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক ও মুশফিক জায়গীরদার।
Leave a Reply