বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ১৫ অক্টোবর (রবিবার)। এবার ‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য নিয়ে দিনটি উদযাপিত হবে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা, সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং সকালে সাড়ে ১১টায় প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুুপার মনিরুজ্জামান ও মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ।
Leave a Reply