সংস্কৃতিক প্রতিবেদক : সকল প্রাণে সুরের আগুন ছড়িয়ে দেয়ার অঙ্গীকারে সিলেট জেলা শিল্পকলা একাডেমি বিশ্ব সংগীত দিবস উদযাপন করেছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সুর ও সংগীত’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশ্ব সংগীত দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্ত।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে মাসুদ পারভেজ ও বৃষ্টিরাজ ঋতুর পরিচালনায় দেশাত্ববোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, শিশুতোষ গান, আধুনিক গান ও লোকগান পরিবেশন করেন, পূর্ণিমা দত্ত রায়, অরুণ কান্তি তালুকদার, প্রতীক এন্দ, আশরাফুল ইসলাম অনি ও অনামিকা দাস টুপুর।
Leave a Reply