সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শিল্পকলা একাডমিতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন, সিরাজুর রহমান সিরাজ, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, ইউনিট অফিসার কণিকা তালুকদার, আজীবন সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন ও বুরহান উদ্দিন।
Leave a Reply