মৌলভীবাজার প্রতিনিধি : বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ ও জেলা মহিলা সংস্থার সভাপতি জহুরা আলাউদ্দিন।
সভাপতির বক্তব্যে আশরাফুর রহমান বলেন, মায়েরা নিঃস্বার্থভাবে আজীবন সন্তানদের লালন পালন করেন; কিন্তু সন্তানরা বড় হবার পর মায়ের আশ্রয়স্থল হয় বৃদ্ধাশ্রম, যা কোনভাবেই কাম্য নয়।
Leave a Reply