নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে সিলেটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মঙ্গলবার সকালে মহানগরীর কোর্ট পয়েন্টে নাগরিক উদ্যোগের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সভাপতি স্বপন ঋষি রবিদাস, মতিলাল দাস ও নারী মুক্তি সংসদের জেলা সভাপতি ইন্দ্রানী সেন।
Leave a Reply