মিয়ানমার সহ পৃথিবীর বিভিন্ন দেশে জাতিগত নিপীড়ন বন্ধ ও মানবাধিকার রক্ষার দাবি জানিয়ে সিলেট জেলা ও মহানগর জাসদ বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও মহানগর নেতা গিয়াস আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আখতার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, জৈন্তা ছিন্নমূল সংস্থা-জেসিসের প্রধান নির্বাহী এটিএম বদরুল ইসলাম, জেলা জাসদের সাবেক সভাপতি আব্দুস সাত্তার চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, মহানগর নেতা মাহবুব এলাহি, সৈয়দ আনসার আলী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, তোবারক হোসেইন, শামসুল আলম, স্বপন আহমদ প্রমুখ।
Leave a Reply