সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্বপাখি দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বন অধিদফতরের যৌথ উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক গুলশান আরা লতিফা, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস ছত্তার ও নারী সংগঠক শিলা রায়। সভাপতিত্ব করেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ড তপন কুমার দে।
Leave a Reply