‘আমাদের পরিবেশ, আমরাই রক্ষা করবো’ স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়-খুকৃবির ফিশারিজ এন্ড ওশান সায়েন্সেস অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা বুধবার, ৫ জুন (২২ জ্যৈষ্ঠ) বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালন করেছেন।
নিজ উদ্যোগে ৩ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থী মিলে বলুহর বাওড়ে প্লাস্টিকের বর্জ্য অপসারণ করেন। প্লাস্টিক দূষণ নিয়ে জানান তাদের উদ্বেগের কথা। এলাকার জনগণও তাদেরকে কর্মসূচি পালনে সহায়তা করেন।
এসময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের সকলের দায়িত্ব হলো পরিবেশকে সুন্দর রাখা। কারণ পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো; কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমরাই আমাদের পরিবেশকে নষ্ট করছি। বিভিন্ন কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। বর্তমানে যে দূষণটি সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি করছে সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ। সকাল থেকে রাত পর্যন্ত এই যে এতো পরিমাণে প্লাস্টিক আমরা ব্যবহার করছি সেগুলোর প্রায় সবই শেষপর্যন্ত গিয়ে স্থান পায় কোনো না কোনো জলাশয়ে। আমরা কখনোই চিন্তা করি না এই জলাশয়গুলো জলজ উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান। আমাদের এই কাজের ফলে তাদের যে কি কষ্ট হয় এবং কত মাছ মারা যায় তা আমরা বিবেচনা করি না। তাদের জীবন ও বাসস্থানকে আমরা যে নষ্ট করছি সেই বিষয়ে আমরা কখনোই সচেতন থাকি না। এই প্লাস্টিক দূষণের ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।’
ওশানোগ্রাফি বিভাগের শিক্ষক দেবাশীষ পণ্ডিত জানান, বাওড়ের জলাশয়ের অল্প কিছু অংশ থেকেই তারা সব মিলিয়ে প্রায় ১ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করেছেন।
ওশানোগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান ড জেসমিন আরা বলেন, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে তারা এবারের বিশ্ব পরিবেশ দিবস থেকে কাজ শুরু করলেন। এ ব্যাপারে সবার সচেতনতা প্রয়োজন।
খুকৃবির একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড মো আসাদুজ্জামান মানিক বলেন, জলজ পরিবেশ সংরক্ষণে সবার এগিয়ে আসা উচিৎ। তাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply