নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারো ১০ সেপ্টেম্বর দেশে দেশে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপ্রাদ্য বিষয় ‘এক মুহুর্ত সময় নিন, একটি জীবন বদলে দিন’।
দিনটি উপলক্ষে ক্যাপ ফাউন্ডেশনের মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিইং সেন্টারের উদ্যোগে রবিবার সিলেট মহানগরীর বাগবাড়িতে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধনে আত্মহত্যার প্রভাব ও করণীয় সম্পর্কে অবহিত করতে মানুষের মধ্যে লিফলেট, পোস্টার ও কার্ড বিতরণ করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ক্যাপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আবদুস সহিদ মুহিত।
Leave a Reply