ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মো রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মুসলিম জাতির মানবতা মানব সমাজের কাছে অমানবতায় পরিণত হয়েছে। মানবতার দোহাই দিয়ে বিভিন্ন জাতি ও গোষ্ঠী নিজ নিজ ফায়দা হাসিল করছে। অথচ মিয়ানমারে মুসলিমদের উপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনায় বিশ্ব মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি বয়ানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মানবতাকে পুনরুদ্ধার করতে গোটা সমাজকে আবার জাগ্রত হতে হবে এবং মানবতাকে মুক্ত করতে রাসূলের (সা) আদর্শ মুসলমানদের জন্য অনুসরণ করা জরুরি। রাসূলের (সা) আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশের রাজনীতির আক্রোশতায় গোটা জাতি বিপর্যস্ত। তবে চিন্তার প্রয়োজন নেই, যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহওয়ালা থাকবেন ততদিন পর্যন্ত কোন কলুষিত রাজনৈতিক গোষ্ঠী কারও কোন ক্ষতি সাধন করতে পারবেনা।
তিনি ঘোষণা করেন, শুক্রবার বাদ জুম্মা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে মিছিল বের হবে। মিছিল সর্বস্তরের তৌহিদ জনতাকে উপস্থিত থাকতে তিনি আহবান জানান।
মাওলানা আনোয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইসহাক মো আবুল খায়ের সাহেবজাদা পীর সাহেব চরমোনাই, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা রেদুওয়ানুল হক রাজু, হাফিজ আসাদ উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
Leave a Reply