প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি ড কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, দারিদ্র দূর করার মাধ্যমেই সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান সময়ে বিশ্বশান্তির জন্য বঙ্গবন্ধুর দর্শন ও কর্মময় জীবন সংগ্রামকে ধারণ করা দরকার। বঙ্গবন্ধু নিজের জীবন ও কর্মে শান্তি ও সমৃদ্ধির বিষয়কে আজীবন গুরুত্ব দিয়ে গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির ৫১ তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার, ২৩ মে সকালে ঢাকায় সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কবি ড কামাল আবদুল নাসের চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু একটি পশ্চাদপদ পরাধীন জনগোষ্ঠীকে স্বাধীনতার সুফল এনে দিয়ে এবং একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা পালন করে বিশ্বদরবারে বাংলাদেশের সম্মানজনক অবস্থান তৈরি করে দিয়ে গেছেন।
তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর রচিত গ্রন্থগুলো পাঠ করার আহবান জানান।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু’ শীর্ষক এ আলোচনা সভায় সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার ও পদ্মশ্রী প্রাপ্ত লে ক সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক), ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামূল হক ভূঁইয়া, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও গণমাধ্যম কর্মী চঞ্চল খানেএবং বঙ্গবন্ধু গবেষক আফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন আয়োজক সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply