সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নতুন করে ‘করোনা’ আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী হওয়ায় উপজেলা হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন ডা শামস উদ্দিন লকডাউনের এই ঘোষণা দেন।
তিনি জানান, ৩ দিনের মধ্যে উপজেলা হাসপাতালে কর্মরত সবার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে। ফলাফল আসার পর লকডাউন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা শামসুদ্দিন আরো জানান, আক্রান্তদেরকে আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে।
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় নতুন করে ‘করোনা’ আক্রান্ত হয়েছেন ১১ জন। এরমধ্যে রয়েছেন, বিশ্বম্ভরপুরে ৪ জন, জগন্নাথপুরের ১ জন, দক্ষিণ সুনামগঞ্জের ২ জন, দোয়ারা বাজারের ৩ জন এবং সুনামগঞ্জ সদরে ১ জন। এ নিয়ে জেলায় মোট ২৬ জনের ‘করোনা’ শনাক্ত হয়েছে।
Leave a Reply