সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় সলুকাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ মানিকের সভাপতিত্বে ও সলুকাবাদ ইউনিয়ন আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চলনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো আপ্তাব উদ্দিন, ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো মোবারক আলী, আব্দুস ছত্তার, আব্দুল হামিদ, নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply