সুনামগঞ্জ প্রতিনিধি : রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর এলাকায় ফসলহারা শতাধিক পরিবারকে যুক্তরাজ্য ভিত্তিক ইউনাইডেট ওয়েলফেয়ার এইড নামের একটি বেসরকারি সংগঠন খাদ্য সহায়তা দিয়েছে।
শনিবার সকালে উপজেলার শাহপুর উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।
সহায়তা হিসেবে প্রত্যেক পরিবার চাল, ডাল, সয়াবিন তেল, লবন, চিনি ও পিয়াঁজ পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবী সুহেল মিয়া, পৌর কাউন্সিলর আহমদ নূর, ব্যবসায়ী নূরুল হাসান আতাহার, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন ও আজিজুল করিম।
Leave a Reply